বাংলাদেশ সফর সহজ হবে না: ক্রেইগ ব্র্যাথওয়েট

 

আজ বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়ার আগে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট জানিয়েছেন যে, বাংলাদেশের মাটিতে ভালো করা সহজ হবে না তাদের জন্য।

ক্রেইগ ব্র্যাথওয়েট বলেন, চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি আমরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে না। তবে আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা ভালো করব। 

তিনি আরো বলেন, আমাদের কিছু খেলোয়াড় এবারই প্রথম বাংলাদেশের মাটিতে খেলবে। তারা মেধাবী এবং এই পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য রাখে।

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুদল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে তিন ওয়ানডে। ৩ ও ১১ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজের দুই ম্যাচ।

Post a Comment

0 Comments